রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশাল বিএনপির মাসুম ও সাহিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার, প্রাথমিক সদস্য পদ পুনর্বহাল বরিশাল বিএনপির ফরিদ উদ্দিন ও সেলিনা বেগমে’র বহিষ্কারাদেশ প্রত্যাহার, সাবেক সদস্যপদ পূর্ণবহাল বরিশাল বিএনপির ফিরোজ সিদ্দিক রুপনসহ ১২ নেতার সদস্যপদ পুনর্বহাল  ঝালকাঠিতে ব্যবসায়ী ও সমাজসেবক মনুকে ফাঁসাতে ষড়যন্ত্র-অপপ্রচার বেতাগী ছাত্রলীগ নেতা সজীব বরিশালে গ্রেপ্তার রাজাপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার দায়িত্বহীনতায় রাষ্ট্রীয় শোকের দিনে উল্লাস  ঢাকার ছাত্রলীগ নেতা বরিশালে পুলিশের হাতে আটক অবৈধ ইটভাটায় কঠোর বার্তা পরিবেশ অধিদপ্তরের, চার ভাটায় মোটা অঙ্কের জরিমানা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সুন্দরবন পত্রিকার শোক বরিশালে দত্তক নেওয়া শিশুকে দীর্ঘদিন নির্যাতনের অভিযোগ, নারী গ্ৰেফতার
আত্মহত্যার ঘটনা ধামাচাপা দিতে লাইভে এসে সাংবাদিকদের হুমকি

আত্মহত্যার ঘটনা ধামাচাপা দিতে লাইভে এসে সাংবাদিকদের হুমকি

নিজস্ব প্রতিবেদক ::বরিশালের বিতর্কিত কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুনশির নারী সহকর্মীর আত্মহত্যার ঘটনা ধামাচাপা দিতে ফেসবুক লাইভে এসে সাংবাদিকদের হুমকি-ধামকি ও অশ্লীল ভাষায় গালাগাল করেছে।

 

বৃহস্পতিবার সন্ধ্যায় কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুনশি তার ফেসবুক পেইজে সাংবাদিকদের নিয়ে হুমকি স্বরুপ নেতিবাচক কথাবার্তা বলেন। লাইভটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে ক্ষোভের সৃষ্টি হয় সাংবাদিক মহলে। সাংবাদিকদের নিয়ে হুমকি দেয়ার ঘটনায় পাবেল মুনশির বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন সংবাদকর্মী এম জাহিদ।

 

সংবাদকর্মী তানজিমুন ইসলাম রিশাদ বলেন, গত ৪ মার্চ নগরীর আমিরকুটির এলাকায় নিধি রহমান নামের এক তরুণী আত্মহত্যা করেছে। আত্মহননকারী ওই তরুণীর সাথে পাবেল মুনশির দীর্ঘদিনের পরিচয় ছিলো। একসাথে ভিডিও কনটেন্ট বানাতেন। তরুণী ‘নিধি’ বিবাহিত ও একটি সন্তান রয়েছে। পাবেল মুনশির সাথে সম্পর্কের কারনে নিধির স্বামীর সঙ্গে বিরোধ চলে আসছিলো। নিধির আত্মহত্যার পর পাবেল মুনশিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় চলে। কারণ ওই তরুণী আত্মহত্যার আগে পাবেল মুনশিকে নিয়ে তার ফেসবুকে প্রোফাইল পিকচার দেয়। তার ফেসবুক ওয়ালে আবেগঘন একটি লেখা লিখে আত্মহত্যা করে। যে কারণে পাবেল মুনশিকে নিয়ে আলোচনা সমালোচনা হওয়াটাই স্বাভাবিক।

 

এ ঘটনায় সংবাদ প্রকাশ হলে ফেসবুক লাইভে এসে বরিশালের সকল সাংবাদিকদের হত্যার হুমকি দেয় পাভেল। হুমকি দিয়েই ক্ষ্যান্ত হয়নি বিতর্কিত কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুনশি। ৬ মার্চ বৃহস্পতিবার দুপুরে নগরীর রুপাতলি বসে সাংবাদিক রিশাদের গাড়ি থামিয়ে চড়থাপ্পড় দিয়ে ত মোবাইল নিয়ে যায় পাবেল মুনশি। তখন হুমকি দিয়ে বলতে থাকে আমার নামে(পাবেল মুনশি) সংবাদ প্রকাশ করছো না! তোদেরকে দেখো নিবো।

 

এই ঘটনায় বাদি হয়ে পাবেল মুনশির বিরুদ্ধে পৃথক লিখিত অভিযোগ করেছেন সাংবাদিক রিশাদ। মাঠপর্যায়ে কর্মরত একজন সংবাদকর্মী বলেন, আত্মহত্যার ঘটনা থেকে নিজেকে বাঁচাতে সাংবাদিকদের দোষী করে অশ্লীল মন্তব্য করেন পাবেল মুনশি। তিনি আরও বলেন, ওই তরুণীর আত্মহত্যার ঘটনা তদন্ত করলেই বেড়িয়ে আসবে আসল রহস্য।

 

এছাড়া বরিশালের সকল সাংবাদিক নিয়ে নেতিবাচক কথাবার্তা বলায় পাবেল মুনশির দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন তিনি। পাবেল মুনশি চরমোনাই ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ডিঙ্গা মানিক গ্রামের রফিক মুনশির ছেলে। এছাড়া চরমোনাই ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।

 

অভিযোগকারী এম জাহিদ বলেন, স্বৈরাচারী সরকারের সদস্য বিতর্কিত কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুনশি বরিশালের সকল সাংবাদিকদদের নিয়ে হুমকি ধামকি দেয়। এটা সাংবাদিক সমাজের জন্য হুমকি বটে। পাবেল মুনশির বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচি পালন করবে বরিশাল সাংবাদিক সমাজ।

 

লিখিত অভিযোগের বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো মিজানুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। এছাড়া তরুণী আত্মহত্যার ঘটনায় তদন্ত চলমান রয়েছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban