বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০২:৫৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়নের ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ে শুক্রবার (০৭ মার্চ) বিকেল ৩ টায় বিদ্যালয়ের নবনির্বাচিত এডহক কমিটির সভাপতি সোহাগ হাওলাদার ইফতার বিতরণ করেছেন। বিদ্যালয়ে শিক্ষার্থী ও অভিভাবকসহ প্রায় তিন শতাধিক জনের মধ্যে এই ইফতার বিতরণ করা হয়।
ইফতার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি সোহাগ হাওলাদার, সাধারণ সদস্য মোহাম্মদ মনিরুজ্জামান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মল্লিক, অবসরপ্রাপ্ত শিক্ষক আলমগীর হোসেন মল্লিক।
কলেজ অধ্যক্ষ আতাহার উদ্দিন হাওলাদার, মাহবুবুর রহমান খান, বর্তমান ইউপি সদস্য মো: লোকমান হোসেন মৃধা,সাবেক ইউপি সদস্য সহিদুল ইসলাম হাওলাদার, বিএনপি নেতা মাহফুজুল আলম পলাশ, তুষার আহমেদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।