সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে অভিযানে নেমে অপপ্রচারের মুখে কর্মকর্তারা বরিশাল বিএনপির মাসুম ও সাহিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার, প্রাথমিক সদস্য পদ পুনর্বহাল বরিশাল বিএনপির ফরিদ উদ্দিন ও সেলিনা বেগমে’র বহিষ্কারাদেশ প্রত্যাহার, সাবেক সদস্যপদ পূর্ণবহাল বরিশাল বিএনপির ফিরোজ সিদ্দিক রুপনসহ ১২ নেতার সদস্যপদ পুনর্বহাল  ঝালকাঠিতে ব্যবসায়ী ও সমাজসেবক মনুকে ফাঁসাতে ষড়যন্ত্র-অপপ্রচার বেতাগী ছাত্রলীগ নেতা সজীব বরিশালে গ্রেপ্তার রাজাপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার দায়িত্বহীনতায় রাষ্ট্রীয় শোকের দিনে উল্লাস  ঢাকার ছাত্রলীগ নেতা বরিশালে পুলিশের হাতে আটক অবৈধ ইটভাটায় কঠোর বার্তা পরিবেশ অধিদপ্তরের, চার ভাটায় মোটা অঙ্কের জরিমানা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সুন্দরবন পত্রিকার শোক
বরিশালে পুলিশের অভিযানে অনলাইনে পতিতা সাপ্লাইকারি আটক

বরিশালে পুলিশের অভিযানে অনলাইনে পতিতা সাপ্লাইকারি আটক

আসাদুজ্জামান শেখ: বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার অভিযানে গতকাল সন্ধ্যায় অনলাইনে পতিতা সাপ্লাইয়ের অভিযোগে নগরী সোনা মিয়ার পর এলাকা থেকে আবু বক্কর (১৯) পিতাঃ হেলাল গাজী, মাতাঃ লিপি বেগম নামের এক প্রতারককে আটক করে। এ সংক্রান্ত বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানায় আজ বিকেল পাঁচটায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

প্রেস ব্রিফিংয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার আশরাফ আলী ভূঁইয়া বলেন, আসামি আবু বকর দীর্ঘদিন যাবত ফেসবুকে বিভিন্ন আবাসিক হোটেলের নামে গ্রুপ খুলে অল্প বয়সী তরুণদের আকৃষ্ট করে পতিতা সাপ্লাই দিয়ে নগদ অর্থ হাতিয়ে নেয়, এছাড়া অন্তরঙ্গ সময়ের ছবি ও ভিডিও ধারণ করে জিম্মি করে বিভিন্ন ফায়দা লোটে। তার আরো সহযোগী রয়েছে তাদেরকে গ্রেফতার করার প্রক্রিয়া চলমান রয়েছে। মোট ১৩ টি ফেসবুক গ্রুপে প্রায় ৩০ হাজার মেম্বার রয়েছে। সে নিম্ন বর্ণিত ১৩টি ফেসবুক গ্রুপ এর এডমিন। ১. ‘বরিশাল নথুল্লাবাদ আবাসিক হোটেল বরিশাল’। ২. হোটেল আবাসিক বরিশাল। ৩. বরিশাল লঞ্চঘাট আবাসিক হোটেল, বরিশাল। ৪. পটুয়াখালী আবাসিক হোটেল পটুয়াখালী। ৫. বিএম কলেজ আবাসিক হোটেল খুলনা। ৬. কাশিপুর আবাসিক হোটেল বরিশাল। ৭. আবাসিক হোটেল পটুয়াখালী। ৮. লঞ্চ ঘাট আবাসিক হোটেল বরিশাল। ৯. রুপতলী আবাসিক হোটেল বরিশাল। ১০. বরিশাল হোটেল এবং বাসাবাড়ি সার্ভিস।১১. কাউন্সিল আবাসিক হোটেল বরিশাল।১২. বরিশাল হোম আবাসিক হোটেল।১৩. আবাসিক হোটেল বরিশাল।

আসামি আবু বকরের স্থায়ী ঠিকানা রনগোপালদী, ২নং ইউনিয়ন, থানাঃ দশমিনা, জেলাঃ পটুয়াখালীকে গ্রেফতার করা হয়। সে ২০২৩ সালে সরকারী আলেকান্দা কলেজ থেকে এইচএসসি এবং কাশিপুর হাইস্কুল থেকে ২০২১ সালে এসএসসি পরীক্ষা দিয়েছেন

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban