বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৫:২১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর পোর্ট রোডস্থ আবাসিক হোটেল থেকে ৭ জনকে আটক করা হয়েছে। বরিশাল কোতয়ালী মডেল থানার আওতাধীন স্টিমারঘাট ফাঁড়ি পুলিশের সদস্যরা অভিযান পরিচালনা করেন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১২ টা ২০ মিনিটের সময় পোর্ট রোডস্থ হোটেল খান এ অভিযান পরিচালিত হয়।
আটকদের মধ্যে চারজন নারী ও হোটেল ম্যানেজার সড়ক তিনজন পুরুষ রয়েছেন বলে জানিয়েছেন অভিযানের নেতৃত্ব দেওয়া স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই গোলাম মোঃ নাসিম।
তিনি জানান, হোটেল খান এ অসামাজিক কার্যকলাপের অপরাধে ওই ৭ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।