বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৫:১৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: অক্টোবর মাসব্যাপী ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্র ঘোষিত দাওয়াতী মাসের অংশ হিসেবে বুধবার ১ অক্টোবর’২৫ বিকাল ৫টায় বরিশাল জেলা শাখার পক্ষ থেকে দাওয়াতী মাসের আনু্ষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা সভাপতি আরমান হোসেন রিয়াদ, সাধারণ সম্পাদক হাফেজ মোঃ সোলায়মান, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ ইবরাহীম, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক সাইদুর রহমান, শিল্প ও বানিজ্য সম্পাদক মোঃ নাসির উদ্দিন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক তানজিমুন ইসলাম রিশাদ সহ জেলা শাখার অন্যান্য দায়িত্বশীল ও সদস্যবৃন্দ।
এ সময় সংগঠনের পক্ষ থেকে জনসাধারনের মাঝে লিফলেট এবং পরিচিতি সহ বিভিন্ন প্রকাশনা বিতরণ করা হয়।
সংগঠনের নীতি-আদর্শে অনুপ্রাণিত হয়ে যারা একাত্মতা প্রকাশ করেন তাদেরকে সদস্য ফরম পূরণ করিয়ে সংগঠনের সদস্য করা হয়।