বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৪:০৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক ::বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি হুমায়ুন কবির খান ফেরদৌস আজ রাজপথে ও তৃণমূল কর্মীদের মধ্যে এক পরিচিত নাম। সাহস, ত্যাগ ও আদর্শিক নিষ্ঠা-এই তিন গুণে তিনি বরিশালের ছাত্ররাজনীতির সবচেয়ে জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত।
খোঁজ নিয়ে জানা যায় ,২০০৭ সালের ১/১১ পরবর্তী সময় থেকে বরিশালের রাজপথে প্রতিটি আন্দোলন, মিছিল ও মিটিংয়ে তিনি অগ্রভাগে ছিলেন। হামলা-মামলার শিকার হলেও কখনো দলীয় আদর্শ থেকে সরে যাননি। রাজনৈতিক প্রতিকূলতা, হয়রানি ও কারাভোগ-সবকিছুকেই সাহসিকতার সঙ্গে মোকাবিলা করেছেন।
আরো জানা যায়,২৮ অক্টোবর ২০২৩ ঢাকার রাজপথে ফ্যাসিস্ট সরকারের দমননীতির বিরুদ্ধে বরিশাল মহানগর ছাত্রদলের পক্ষ থেকে সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তোলেন ফেরদৌসের নেতৃত্বে । এরপর থেকে ৭ জানুয়ারি ২০২৪ ‘অবৈধ নির্বাচন’ প্রতিরোধেও তিনি সক্রিয় ভূমিকা রাখেন।জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বরিশাল মহানগর ছাত্রদলের হয়ে বলিষ্ঠ নেতৃত্ব প্রদানের মাধ্যমে তিনি তৃণমূল কর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেন।
রাজনীতি ছাড়াও ফেরদৌস সমাজসেবায় নিয়মিত অংশ নিচ্ছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে রাস্তার পাশে খালি জমিতে সবজি চাষ, পরিত্যক্ত জলাশয়ে মাছ চাষ এবং রাস্তার দুই পাশে গাছ লাগানোর মাধ্যমে তরুণদের কৃষি ও পরিবেশের সঙ্গে সম্পৃক্ত করেছেন।ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্টের আয়োজনের মাধ্যমে তরুণ সমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা তার আরেক দিক।
একজন কর্মীর ভাষায়,তিনি নেতা নন, আমাদের বড় ভাই। বিপদে পাশে থাকেন, কষ্টে খবর নেন। মাঠে, ময়দানে—সবখানে তিনি আমাদের সঙ্গে।”
ফেরদৌস সাংবাদিকদের বলেন,আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিক। দুঃসময়ে পালিয়ে যাইনি, ইনশাআল্লাহ, সুসময়েও চরিত্র হারাব না। কোনো অন্যায়কে প্রশ্রয় দিই না, দেবও না। ছাত্রদলের নাম ব্যবহার করে কেউ যেন অন্যায় না করে-সেটি রুখে দাঁড়াবে ছাত্রদল। বরিশাল মহানগর ছাত্রদল সবসময় আদর্শিক সংগ্রামে অবিচল।”
বরিশাল মহানগর ছাত্রদলের কমিটি কয়েক বছর আগে গঠিত হলেও, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে বা পরে নতুন কমিটি গঠন করা হতে পারে।তৃণমূল নেতা-কর্মীরা মনে করেন, বরিশাল মহানগর ছাত্রদলের হুমায়ুন কবির খান ফেরদৌসের মতো ত্যাগী, সাহসী ও মাঠের কর্মীবান্ধব নেতাকে গুরুত্বপূর্ণ পদে রাখা আবশ্যক।
তাদের ভাষায়:“যিনি দুঃসময়ে রাজপথে ছিলেন, হামলা-মামলায় সাহসিকতার সঙ্গে লড়েছেন, তাকেই সামনে আনতে হবে। ফেরদৌস ভাই শুধু নেতা নন, তিনি সংগ্রামের প্রতীক। বরিশাল ৫ আসন, যা বরিশাল মহানগর ও সদর উপজেলা নিয়ে গঠিত, এখানে দলের প্রার্থীকে বিজয়ী করতে মাঠে কাজ করার জন্য তার মতো ছাত্রদল নেতার প্রয়োজন।”
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, ফেরদৌসের নেতৃত্বে বরিশাল মহানগর ছাত্রদল আরও শক্তিশালী ও আদর্শিকভাবে দৃঢ় হবে এবং আগামীর ছাত্ররাজনীতিতে ইতিবাচক চমক তৈরি করবেন । তার দূরদর্শিতা, সাহসিকতা এবং জনপ্রিয়তা সংগঠনের ভবিষ্যতের জন্য অপরিহার্য।