বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৪:০৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক :: সারাদেশের মতো বরিশালেও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কিছু নেতাকর্মী মাঠে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী, নাশকতা ও সাধারণ মানুষের জান–মালের ক্ষতির সম্ভাবনা রয়েছে। এই কারণে শহরে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ সতর্ক অবস্থান নিয়েছে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার আওতাধীন স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই গোলাম মোঃ নাসিম নিয়মিত মাঠে উপস্থিত থেকে নিরাপত্তা কার্যক্রম পর্যবেক্ষণ করছেন। তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় কাজ করছেন।
এসআই নাসিম জানান, “আমরা চেষ্টা করছি এলাকায় যাতে কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি না হয়। কমিশনার স্যার ও ওসি স্যারের নির্দেশে সম্ভাব্য সব ঝুঁকি মাথায় রেখে পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করেছি।”
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় নগরীর ফজলুল হক এভিনিউ থেকে চরবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছেন। এ বিষয়ে এসআই নাসিম বলেন,
“আমরা নিয়মিত মাঠে উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং সম্ভাব্য নাশকতার বিরুদ্ধে কার্যক্রম চালাচ্ছি। সন্দেহজনক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া আমাদের প্রথম দায়িত্ব।”
স্টিমারঘাট এলাকা বরিশালের অন্যতম সংবেদনশীল স্থান। এখানে বরিশাল আদালতসহ বিভাগের একাধিক গুরুত্বপূর্ণ কর্মকর্তার সরকারি বাসভবন রয়েছে। তাই কোনো অস্থিতিশীলতা ঘটলে তা বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে।
তবে স্থানীয়রা জানান, সাম্প্রতিক দিনগুলোতে পুলিশের উপস্থিতি বাড়ায় তাদের মধ্যে নিরাপত্তাবোধ ফিরেছে। তারা মনে করছেন, এই সতর্ক অবস্থান এবং গ্রেপ্তারির ঘটনা সম্ভাব্য নাশকতা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে।
এসআই নাসিম আরও বলেন,”টহল বৃদ্ধি করা হয়েছে। চেকপোস্টে তল্লাশি, সন্দেহজনক চলাচল পর্যবেক্ষণ এবং রাতের বেলায় বিশেষ টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।”