রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশাল বিএনপির মাসুম ও সাহিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার, প্রাথমিক সদস্য পদ পুনর্বহাল বরিশাল বিএনপির ফরিদ উদ্দিন ও সেলিনা বেগমে’র বহিষ্কারাদেশ প্রত্যাহার, সাবেক সদস্যপদ পূর্ণবহাল বরিশাল বিএনপির ফিরোজ সিদ্দিক রুপনসহ ১২ নেতার সদস্যপদ পুনর্বহাল  ঝালকাঠিতে ব্যবসায়ী ও সমাজসেবক মনুকে ফাঁসাতে ষড়যন্ত্র-অপপ্রচার বেতাগী ছাত্রলীগ নেতা সজীব বরিশালে গ্রেপ্তার রাজাপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার দায়িত্বহীনতায় রাষ্ট্রীয় শোকের দিনে উল্লাস  ঢাকার ছাত্রলীগ নেতা বরিশালে পুলিশের হাতে আটক অবৈধ ইটভাটায় কঠোর বার্তা পরিবেশ অধিদপ্তরের, চার ভাটায় মোটা অঙ্কের জরিমানা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সুন্দরবন পত্রিকার শোক বরিশালে দত্তক নেওয়া শিশুকে দীর্ঘদিন নির্যাতনের অভিযোগ, নারী গ্ৰেফতার

ফেসবুক সাংবাদিকদের দাপটে’ প্রকৃত সাংবাদিকরা বিপাকে

বিশেষ প্রতিনিধি:: হাতে হাতে স্মার্ট ফোন-ঘরে ঘরে সাংবাদিক। ফেসবুকে ছবি ও তথ্য পোস্ট করেন। কিন্তু আমরা কি তাদের সাংবাদিক বলব? তারা ফেসবুকে এসব পোস্ট করে বনে যাচ্ছেন সাংবাদিক, কিছু মানুষও তাদের সাংবাদিক হিসেবে স্বীকৃতি দিচ্ছেন।

তারা সারা দিন গ্রামে গ্রামে ঘুরে বেড়ান-কোথায় জমি নিয়ে বিরোধ, কোথায় মারামারি, কোথায় স্বামী-স্ত্রীর ঝগড়া, কোথায় বউ ছাড়াছাড়ি, কোথায় আত্মহত্যা, কোথায় জুয়া খেলা ইত্যাদির খোঁজ খবর রাখেন। আর একশ্রেণির সাংবাদিক (নামমাত্র মিডিয়া-কর্মী) গ্রামাঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়মিত পরিদর্শনে (!) যান।

সব খোঁজ নিয়ে দিনশেষে রাতে বাড়ি ফিরে ঘটনা সম্পর্কে ফেসবুকে পোস্ট দেন। আমরা সেসব পড়ে উথলে উঠি-কখনো রাগান্বিত হই, কখনো হাসি। তবে হাসির ঘটনাই বেশি ঘটে। গ্রামের যে মানুষরা নরম স্বভাবের, অসহায় তাদের কাছে ভয়ভীতি দেখিয়ে তারা টাকা আদায় করেন। টাকা আদায়ই তাদের টার্গেট।

অনেকেই অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে চাঁদা দাবি করেন, চাঁদা না দিলে নিউজ প্রকাশের হুমকি দেন। অনিয়ম-দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ থাকলে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নিয়ে নিউজ করেন।

বক্তব্য নেওয়ার নামে চাঁদা চাওয়া হচ্ছে কেন? এরা কারা? কারা সাংবাদিক পরিচয়ে এই চাঁদাবাজি চলছে। আর ‘অতি চালাকরা’ টাকা ইনকামের পথ হিসেবে ফেসবুক নির্ভর সাংবাদিক বনে যাচ্ছে, বিভিন্ন এলাকা দাপিয়ে বেড়াচ্ছে।

তখন অন্য পেশার মানুষও সাংবাদিকদের বাঁকা চোখে দেখছেন। এই মহান পেশার মানুষকে ছোট করছি না’ তাদেরকে সম্মান জানিয়েই বলছি-যে কাজ করছেন-সেটাই সঠিকভাবে করুন।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban