বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৪:০২ পূর্বাহ্ন
বাকেরগঞ্জ প্রতিনিধি:: বরিশালের বাকেরগঞ্জে ওসি আফজালের তৎপরতায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে
৩ জনকে আটক করেছে পুলিশ। সোমবার দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের পচ্ছিম শ্যামপুর এলাকায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে সেখান থেকে তাদের আটক করা হয়।
বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ৩টার দিকে রঙ্গশ্রী ইউনিয়নের পশ্চিম শ্যামপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতির প্রস্তুতি নিয়ে থাকা ডাকাতরা পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে রাত আড়াইটার দিকে তাদের আটক করে।
আটককৃত ব্যক্তিরা হলেন উপজেলার কবাই ইউনিয়নের বাসিন্দা নুরইসাল খানের পুত্র সোহেল খান (২৮), একই উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের দাওকাঠী গ্রামের আঃ রাজ্জাক খানের পুত্র, রানা খান (২৬) ও ইউনিয়নের মামুন খানের পুত্র সাব্বির খান (২২)।
তাদের কাছ থেকে একটি ছেনা, দুইটি স্কুড্রাইভার একটি কাটার, একটি ছুরিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ও দুই টি মোবাইল উদ্ধার করে জব্দ করেছে বলে দাবি পুলিশের।
আটক করা ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।