বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৪:০০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: ঝালকাঠির নলছিটিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উৎযাপিত হয়েছে জন নন্দিত টিভি চ্যানেল মাইটিভির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী।
মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ১১ টার সময় নলছিটি উপজেলা মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে মাইটিভির ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়।
নলছিটি উপজেলা মাইটিভির প্রতিনিধি রাশেদ খান মিঠুর আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা চেয়ারম্যান জনাব সিদ্দিকুর রহমান। আরো উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নজরুল ইসলাম,নলছিটি থানা ইনচার্জ মো. মুরাদ আলী,নলছিটি পৌর মেয়র ওয়াহেদ কবির খান।
নলছিটি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মজিবুর রহমান খন্দকার, নলছিটির মোল্লারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সিন্টু, নলছিটি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম কবিরসহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ।
অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথি মাইটিভির উত্তরোত্তর সমৃদ্ধি ও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে সকল অতিথিদের মিষ্টিমুখ করানো হয়।