রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশাল বিএনপির মাসুম ও সাহিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার, প্রাথমিক সদস্য পদ পুনর্বহাল বরিশাল বিএনপির ফরিদ উদ্দিন ও সেলিনা বেগমে’র বহিষ্কারাদেশ প্রত্যাহার, সাবেক সদস্যপদ পূর্ণবহাল বরিশাল বিএনপির ফিরোজ সিদ্দিক রুপনসহ ১২ নেতার সদস্যপদ পুনর্বহাল  ঝালকাঠিতে ব্যবসায়ী ও সমাজসেবক মনুকে ফাঁসাতে ষড়যন্ত্র-অপপ্রচার বেতাগী ছাত্রলীগ নেতা সজীব বরিশালে গ্রেপ্তার রাজাপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার দায়িত্বহীনতায় রাষ্ট্রীয় শোকের দিনে উল্লাস  ঢাকার ছাত্রলীগ নেতা বরিশালে পুলিশের হাতে আটক অবৈধ ইটভাটায় কঠোর বার্তা পরিবেশ অধিদপ্তরের, চার ভাটায় মোটা অঙ্কের জরিমানা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সুন্দরবন পত্রিকার শোক বরিশালে দত্তক নেওয়া শিশুকে দীর্ঘদিন নির্যাতনের অভিযোগ, নারী গ্ৰেফতার
বরিশালে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ-মিছিল

বরিশালে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ-মিছিল

নিজস্ব প্রতিবেদক:: চাল, ডাল, তেল, সিলিন্ডার গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা ১১টায় বরিশাল নগরের অশ্বিনী কুমার হল চত্বরে গণসংহতি আন্দোলনের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

গণসংহতি আন্দোলন বরিশাল জেলা সমন্বয়কারী দেওয়ান আবদুর রশিদ নীলুর সভাপতিত্বে ও জেলা কমিটির সদস্য হাছিব আহমেদের সঞ্চালনায়েএ সময় বক্তব্য দেন জেলার নির্বাহী সমন্বয়কারী আরিফুর রহমান মিরাজ, সহ-সমন্বয়কারী রুবিনা ইয়াসমিন, অর্থ সম্পাদক ইয়াসমিন সুলতানা, সদস্য মারুফ আহমেদ, বরিশাল জেলা করাতকল শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান মিয়া, বাংলাদেশ বহুমুখী শ্রমজীবী ও হকার সমিতি বরিশাল জেলা সংগঠক জয়নাল চিশতি, বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলার সাধারণ সম্পাদক রাইদুল ইসলাম সাকিব, রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক মো. নাহিদ ইসলাম, হাতেম আলী কলেজের শিক্ষার্থী জান্নাত শিফা প্রমুখ।

তারা বলেন, ২০ ২৪’র গণঅভ্যুত্থানের মূল চেতনা বৈষম্যবিরোধী বাংলাদেশ তথা সাম্য, মানবিক মর্যাদা ও সামজিক ন্যায় বিচারের বাংলাদেশ গড়া৷ কিন্তু আওয়ামী লীগের ছত্রছায়ায় গড়ে ওঠা সিন্ডিকেট ও মজুতদাররা এখনও বহাল তবিয়তে সিন্ডিকেটবাজি করে চলছে।

তারা আরও বলেন, আওয়ামী আমলের চেয়েও বেশি বাজার দরে এখন জনমানুষ দিশেহারা। অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণ করতে হবে। বাজার মনিটরিং জোরদার করতে হবে। কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban