বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০২:৫৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. মহিতুল ইসলাম ও নলছিটি থানার এসআই শহিদুল আলম এর বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে নলছিটি থানা পুলিশের আয়োজনে থানা কম্পাউন্ডে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সদ্য বিদায় অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিতুল ইসলাম, নলছিটি থানার ওসি আব্দুস সালাম, তদন্ত (ওসি) মো. আশরাফ, এসআই মো. শহীদুল আলম, এসআই করুণ চন্দ্র, থানার বিভিন্ন পুলিশ সদস্যসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও অন্যান্য অতিথিবৃন্দ।