বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০২:৫৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: ঝালকাঠি জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) হলেন সদর থানার মেহেদী হাসান। পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় তাকে বিশেষ পুরস্কার প্রদান করেন।
জানা যায়, জেলার চারটি থানার মধ্যে সামগ্রিক কর্মতৎপরতার জন্য ঝালকাঠি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মেহেদী হাসানকে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়েছে। এ প্রসঙ্গে মেহেদী হাসান বলেন, এ পুরস্কার আমাকে ভবিষ্যতে জনগণকে আরও বেশি সেবা দিতে অনুপ্রেরণা জোগাবে।
আমাকে শ্রেষ্ঠ ওসি (তদন্ত) নির্বাচিত করায় জেলা পুলিশ সুপার উজ্জল কুমার রায়’সহ অতিরিক্ত পুলিশ সুপারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এ সাফল্য আমার থানার সকল সহকর্মীর।