বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০২:৫৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে অস্থিতিশীলতা ঠেকাতে মাঠে কঠোর অবস্থানে স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ  ঝালকাঠি‑১ নির্বাচনে সাধারণ ভোটারদের কাছে জনপ্রিয় স্বতন্ত্র প্রার্থী তসলিম খান বরিশালে আরিফ মেমোরিয়াল হাসপাতালে প্রসূতির মৃত্যু ঘিরে চাঞ্চল্য, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের হিজলা মাধ্যমিক শিক্ষা অফিসে অনিয়মের অভিযোগ, নেপথ্যে শিক্ষা কর্মকর্তা জলবায়ু কর্মী সোহানকে নিশানা করে অপ-প্রচার বরিশালের শ্রেষ্ঠ ওসি হলেন একে আজাদ বরিশালে তালাশ বিডি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন বাকেরগঞ্জে বিএনপির ৩১ দফা প্রচারে মিজান মোল্লার মোটর সাইকেল শোডাউন বরিশাল নগরীতে সিসা দূষণ প্রতিরোধে র‍্যালি-মানববন্ধন বরিশালে রাজপথের সাহসী ছাত্রদল নেতা ফেরদৌস 
বরিশাল নগরীতে চাঁদা না দেয়ায় বাড়িঘর ভাঙচুর অভিযোগ 

বরিশাল নগরীতে চাঁদা না দেয়ায় বাড়িঘর ভাঙচুর অভিযোগ 

নিজস্ব প্রতিবেদক:: বরিশাল নগরীর ২৯ নং ওয়ার্ডের লুৎফর রহমান সড়কে চাঁদা না দেয়ায় বাড়ি ভাঙচুরের অভিযোগ।এ ঘটনায় শনিবার (১৬ আগষ্ট ) বাড়ির মালিক মোঃ শফিকুল ইসলাম নামের এক ব্যক্তি বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার সহ বিভিন্ন দপ্তরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

অভিযোগ সূত্রে জানা যায়, মোঃ শফিকুল ইসলাম ২৩/০২/২০১৭ সালে এয়ারপোর্ট থানাধীন ৩২নং বাঘিয়া মৌজার এসএ খতিয়ান নং-৬৫৪, এসএ দাগ নং-৩৮২, ৩৯৩, ৩৯৪, বিএস খতিয়ান নং-৪৪৫, ৫৮৪, বিএস দাগ নং-৬০৫, ৬১৩ জমির পরিমান-০৩.৫০ শতাংশ এর মালিক নিযুক্ত হইয়া সৃজিত বিএস খতিয়ান নং-৯৫৭, বিএস দাগ নং-৬০৫, ৬১৩ মূলে নিজ নামে রেকর্ড সংশোধন করে বরিশাল সিটি কর্পোরেশন থেকে প্লান পাশ করে বাউন্ডারি ওয়াল নির্মানসহ ৩য় তলা বিশিষ্ট পাকা বিল্ডিং নির্মাণ করে স্বপরিবারে বসবাস করছেন। এরপর থেকেই একই এলাকার বাসিন্দা মোঃ রুবেল ও তার কয়েকজন সহযোগীকে নিয়ে চাঁদার দাবিতে তাকে হয়রানি করেছেন। ২০২৪ সালের ডিসেম্বর মাসেও রুবেল সিটি কর্পোরেশনে বিভিন্ন অভিযোগ দায়ের করেছেন। সিটি কর্পোরেশনের লোক এসে সরেজমিনের তদন্ত করে অভিযোগের কোন সত্যতা পায়নি। কিন্তু এরপরেও রুবেলের হয়রানির হাত থেকে মুক্তি পাইনি শফিকুল ইসলাম।

 

সবশেষে গত ০৮ আগষ্ট তারিখ সকাল অনুমান ১০ টার দিকে রুবেল ও তার সহযোগীরা ভুক্তভোগী শফিকুল ইসলামের নিকট আমার নিকট ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা চাঁদা দাবী করে। তিনি কোন প্রকার চাঁদা প্রদানে অস্বীকৃতি জানালে সে সুযোগ সুবিধামত দেখিয়া নেওয়ার হুমকি প্রদান করেন।

 

ঘটনার দিন শুক্রবার(১৫ আগষ্ট) পরবর্তীতে শফিকুল ইসলাম অফিসিয়াল কাজে ঢাকায় অবস্থানকালে সকাল আনুমানিক ১১ টার দিকে মোঃ রুবেল ও তার সহযোগী মোঃ আলী রকি,মোঃ ফিরোজ কাজী, মোঃ শাজাহান , মোঃ রাসেল,মোঃ সুজন সহ অজ্ঞাতনামা আরো ২৫/৩০ জন ব্যক্তি দেশীয় ধারালো অস্ত্র নিয়ে একে অপরের সহায়তায় বিল্ডিং ভাঙ্গার যন্ত্রপাতি নিয়ে বাড়িতে প্রবেশ পাকা বাউন্ডারি ওয়াল ও গেইট ভাঙচুর করে এবং বিভিন্ন প্রজাতির ফলজ গাছ কেটে ক্ষতিসাধন করেন। যাহার ক্ষয়ক্ষতির মূল্য অনুমান ৩,৫০,০০০/- (তিন লক্ষ পঞ্চাশ) টাকা।

 

এ সময় পরিবারের অন্যান্য সদস্যরা কাজে বাধা প্রদান করলে তাদেরকে খুন জখমের ভয়-ভীতি দেখায় এমনকি উক্ত ঘটনার বিষয়ে কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করিলে ভবিষ্যতে দেখে নেয়া হবে বলে হুমকি প্রদান করেন। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

 

এ ব্যাপারে বিস্তারিত জানার জন্য অভিযুক্ত রুবেলের ব্যবহৃত মুঠোফোন নাম্বারে কল দিলেও তিনি রিসিভ করেননি।

 

অপরদিকে ভুক্তভোগী শফিকুল ইসলাম , আমি একজন চাকুরীজীবী ২০১৫ সালে আমি এই জমি বায়না চুক্তি করি। ২০১৭ সালে দলিল করে সিটি কর্পোরেশনের নিয়ম মেনে বিল্ডিং নির্মাণ করে বসবাস করে আসছি। কিন্তু রুবেল সহ কয়েকজন প্রায় সময়ই চাঁদার দাবিতে আমাকে হয়রানি করছেন। সবশেষ আমি অফিসের কাজে ঢাকায় থাকায় ভাঙচুর চালান। আমি আইনগত সহায়তার জন্য বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয় সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছি।

 

এ বিষয়ে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির সিকদার বলেন বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban