নিজস্ব প্রতিবেদক:: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বার্তা সম্পাদক ফোরাম বরিশালের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১১ টায় বরিশাল প্রেসক্লাবের সাংবাদিক মাইনুল হাসান অডিটোরিয়াম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, বিপ্লবী বাংলাদেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন, দৈনিক আজকের বার্তা পত্রিকার প্রকাশক ও বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মেহেরুন্নেসা, বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক পরিবর্তন পত্রিকার সম্পাদক প্রকাশক কাজী মিরাজ মাহমুদ, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হীরা, দৈনিক প্রথম সকাল পত্রিকার প্রকাশক ও সম্পাদক কাজী আল মামুন, দৈনিক আজকের বরিশাল পত্রিকার সম্পাদক খলিলুর রহমান, দৈনিক আজকের বার্তা পত্রিকার সম্পাদক কাজী রাব্বি, দৈনিক দেশ জনপদ পত্রিকার সম্পাদক মির্জা রিমন, দৈনিক সত্য সংবাদ পত্রিকার সম্পাদক এস এম রাকিবুল হাসান ফয়সাল, দৈনিক বরিশাল ২৪ ঘণ্টা পত্রিকার সম্পাদক কামরুজ্জামান লাবু, দৈনিক তারুণ্যের বার্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক আহমেদ রনি, দৈনিক বরিশাল মুখপাত্র পত্রিকার সম্পাদক মোঃ জুবায়ের হোসেন।
সংগঠনের আহ্বায়ক ও বরিশাল প্রতিদিন বার্তা সম্পাদক জিয়া শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালক দৈনিক বরিশাল বানীর বার্তা সম্পাদক প্রভাষক পথিক মোস্তফার কন্ঠে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন আহ্বায় অনুষ্ঠানের সভাপতি জিয়া শাহীন। তিনি তার বক্তব্যে আগত সকল অতিথিদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এরপরে বক্তব্য রাখেন বার্তা সম্পাদক ফোরাম বরিশালের সদস্য সচিব দৈনিক মতবাদ পত্রিকার বার্তা সম্পাদক ও বরিশাল প্রেসক্লাবের বারবার নির্বাচিত ক্রিয়া সম্পাদক খান রুবেল। তিনি তার বক্তব্যে সংগঠনের পরিচিতি ও উদ্দেশ্য তুলে ধরেন। একই সাথে সাংবাদিকদের বিভিন্ন সুবিধা ও সমস্যার কথা বলেন।
দৈনিক আজকের বার্তা পত্রিকার বার্তা সম্পাদক সৈয়দ বাবুর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি পরিচালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি আমিনুল ইসলাম খসরু তার বক্তব্যে বলেন, বার্তা সম্পাদক হচ্ছে ফুলবাগানের মালি। তাদের হাতেই অগোছালো সংবাদগুলো সুন্দরভাবে পত্রিকার জমিনে ফুটে ওঠে। একই সাথে তিনি পত্রিকার প্রকাশক ও সম্পাদকদের অনুরোধ করেন যাতে বার্তা সম্পাদকদের মূল্যায়ন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি দৈনিক বিপ্লবী বাংলাদেশের প্রকাশক ও সম্পাদক নুরুল ইসলাম ফরিদ বলেন, বার্তা সম্পাদকরা হচ্ছে পত্রিকার প্রাণ। তাদেরকে বাঁচিয়ে রাখা আমাদের দায়িত্ব। অনুষ্ঠানের মধ্যমণি দৈনিক আজকের বার্তার প্রকাশক ও বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মেহেরুন্নেসা বলেন, বার্তা সম্পাদকরা হচ্ছে প্রতিটি পত্রিকার একটি অবিচ্ছেদ্য অংশ। তাদের হাতেই তৈরি হয় একটি সুন্দর সংবাদ। তিনি আরো বলেন, বার্তা সম্পাদকরা হচ্ছে আমাদের পরিবারেরই একটি অংশ। তাদের সকল সমস্যায় সহযোগিতা করা আমাদের কর্তব্য। বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মতবাদ পত্রিকার সম্পাদক এস এম জাকির হোসেন বলেন, বার্তা সম্পাদকদের বাদ দিলে একটি পত্রিকার হয় না। তাদের উপরেই আমরা সম্পাদকরা অনেক ক্ষেত্রেই নির্ভর করি। বার্তা সম্পাদকদের যেকোনো সমস্যায় আমি ও বরিশাল প্রেসক্লাব তাদের সাথে আছে। একই সাথে তিনি সকল পত্রিকার প্রকাশক ও সম্পাদকদের অনুরোধ করেন যাতে বার্তা সম্পাদকদের ন্যায্য অধিকার দেয়া হয়। অনুষ্ঠানে দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার প্রকাশক সম্পাদক ও বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ বলেন, বার্তা সম্পাদক ছাড়া একটি পত্রিকা অসম্পূর্ণ। সংবাদ সংক্রান্ত কোন আইনে জটিলতা হলে তার মোকাবেলাও করতে হয় বার্তা সম্পাদক ও সম্পাদককে।
তিনি আরো বলেন বরিশালে বিভিন্ন পত্রিকা রয়েছে যাদের বার্তা সম্পাদকদের আমরা চিনি না। এ সংগঠনের মাধ্যমে সকল বার্তা সম্পাদকদের সাথে আমাদের পরিচয় হয়েছে। সংগঠনের ভূয়সী প্রশংসা করে দৈনিক প্রথম সকাল পত্রিকার প্রকাশক ও সম্পাদক ও বরিশাল প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি কাজী আল মামুন বলেন, এই সংগঠনের মাধ্যমে সকল পত্রিকার সাথে আবার একটি সেতুবন্ধন হয়েছে। অনেকদিন পরে সকল সম্পাদকের বার্তা সম্পাদকরা একি ছায়াতলে এসেছে। তিনি সংগঠনের সাফল্য কামনা করে সকল সমস্যায় পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেন। দৈনিক আজকের বরিশাল পত্রিকার সম্পাদক খলিলুর রহমান বলেন, একটি পত্রিকা কতটা পাঠক প্রিয় হবে তা অনেকটাই নির্ভর করে বার্তা সম্পাদকের উপরে। তাই তাদের সকল সুবিধা ও অসুবিধা দেখাটাও আমাদের দায়িত্ব।
দৈনিক দেশ জনপদ পত্রিকার সম্পাদক মির্জা রিমন বলেন, এমন একটি সংগঠনের অত্যন্ত প্রয়োজন ছিল। আমরা অনেক সম্পাদকরাই জানতাম না কোন পত্রিকার কে বার্তা সম্পাদক। এ সংগঠনের মাধ্যমে আজ সবার সাথে সবার পরিচয় হয়েছে। অনুষ্ঠানে দৈনিক সত্য সংবাদ পত্রিকার সম্পাদক তরুন সাংবাদিক এস এম রাকিবুল হাসান ফয়সাল বলেন, বার্তা সম্পাদক ফোরামের মাধ্যমে পত্রিকা অঙ্গনে আজ একটি নতুন দিক উন্মোচন হলো। তিনি সকল প্রকাশক ও সম্পাদকদের অনুরোধ করেন বার্তা সম্পাদকদের সম্মানিত যেন প্রতি মাসে দিয়ে দেয়া হয়। দৈনিক বরিশাল ২৪ ঘন্টা পত্রিকার সম্পাদক কামরুজ্জামান লাবু বলেন, বার্তা সম্পাদকদের যোগ্য সম্মানিত আমাদের দায়িত্ব।
বরিশালের সকল পত্রিকার পেশাদার বার্তা সম্পাদকদের নিয়ে গঠিত বার্তা সম্পাদক ফোরাম বরিশালের আজকের অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা হলেন, দৈনিক বরিশাল প্রতিদিন পত্রিকার বার্তা সম্পাদক জিয়া শাহীন ও প্রধান বার্তা বেলায়েত বাবলু, দৈনিক মতবাদ পত্রিকার বার্তা সম্পাদক খান রুবেল, যুগ্ম বার্তা সম্পাদক রোকনুজ্জামান, দৈনিক বরিশাল বাণী পত্রিকার বার্তা সম্পাদক পথিক মোস্তফা ও যুগ্ম বার্তা সম্পাদক জামান হোসেন, দৈনিক আজকের বার্তা পত্রিকার বার্তা সম্পাদক সৈয়দ বাবু, দৈনিক দক্ষিণাঞ্চল পত্রিকার বার্তা সম্পাদক প্রিন্স তালুকদার, দৈনিক পরিবর্তন পত্রিকার বার্তা সম্পাদক জসিম জিয়া, দৈনিক আজকাল পত্রিকার বার্তা সম্পাদক জে খান স্বপন, দৈনিক আজকের বরিশাল পত্রিকার বার্তা সম্পাদক আমিনুল ইসলাম শাহীন, দৈনিক দক্ষিণের মুখ পত্রিকার বার্তা সম্পাদক রিপন হাওলাদার, ও প্রধান বার্তা সম্পাদক আরেফিন তুষার, দৈনিক কলমের কন্ঠ পত্রিকার বার্তা সম্পাদক আরিফ হোসেন, দৈনিক সত্য সংবাদ পত্রিকার বার্তা সম্পাদক এমার শুভ ও যুগ্ম বার্তা সম্পাদক এইচ এম সোহেল, দৈনিক ভোরের অঙ্গীকার পত্রিকার বার্তা সম্পাদক মশিউর মন্টু ও যুগ্ম বার্তা সম্পাদক লিটন বায়জিদ, দৈনিক সময়ের বার্তা পত্রিকার বার্তা সম্পাদক আলামিন গাজী, বরিশাল ২৪ ঘন্টা পত্রিকার বার্তা সম্পাদক এইচ আর হীরা, দৈনিক সুন্দরবন পত্রিকার বার্তা সম্পাদক তানজিমুন রিশাদ, দৈনিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকার বার্তা সম্পাদক মেহেদী হাসান, দৈনিক বরিশাল মুখপাত্র পত্রিকার বার্তা সম্পাদক আসাদুজ্জামান মুরাদ, দৈনিক দক্ষিণের কন্ঠ পত্রিকার বার্তা সম্পাদক মুরাদ হোসেন, দৈনিক ভোরের আলো পত্রিকার যুগ্ম বার্তা সম্পাদক মেহেদী হাসান রাতুল, দৈনিক দেশ জনপদ পত্রিকার বার্তা সম্পাদক সজীব, দৈনিক বরিশাল বার্তা পত্রিকার বার্তা সম্পাদক শাহাদাত তালুকদার, দৈনিক তারুণ্যের বার্তা পত্রিকার বার্তা সম্পাদক সাইফুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতি তার সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ করেন।।