রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশাল বিএনপির মাসুম ও সাহিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার, প্রাথমিক সদস্য পদ পুনর্বহাল বরিশাল বিএনপির ফরিদ উদ্দিন ও সেলিনা বেগমে’র বহিষ্কারাদেশ প্রত্যাহার, সাবেক সদস্যপদ পূর্ণবহাল বরিশাল বিএনপির ফিরোজ সিদ্দিক রুপনসহ ১২ নেতার সদস্যপদ পুনর্বহাল  ঝালকাঠিতে ব্যবসায়ী ও সমাজসেবক মনুকে ফাঁসাতে ষড়যন্ত্র-অপপ্রচার বেতাগী ছাত্রলীগ নেতা সজীব বরিশালে গ্রেপ্তার রাজাপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার দায়িত্বহীনতায় রাষ্ট্রীয় শোকের দিনে উল্লাস  ঢাকার ছাত্রলীগ নেতা বরিশালে পুলিশের হাতে আটক অবৈধ ইটভাটায় কঠোর বার্তা পরিবেশ অধিদপ্তরের, চার ভাটায় মোটা অঙ্কের জরিমানা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সুন্দরবন পত্রিকার শোক বরিশালে দত্তক নেওয়া শিশুকে দীর্ঘদিন নির্যাতনের অভিযোগ, নারী গ্ৰেফতার
বরিশালে স্টিমারঘাট ফাঁড়ি পুলিশের অভিযানে ছাত্রলীগ নেতা গ্রেফতার

বরিশালে স্টিমারঘাট ফাঁড়ি পুলিশের অভিযানে ছাত্রলীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:: বরিশাল নগরীর স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ঝটিকা অভিযানে ওয়ার্ড ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ তারেক ইসলাম। তিনি কেডিসি এলাকার বাসিন্দা এবং জয়নাল আবেদিনের ছেলে। তারেক ইসলাম বরিশাল নগরীর ১০ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পালন করছিলেন।

 

সূত্র জানায়, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির একটি চৌকস দল কেডিসি এলাকায় ঝটিকা অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে রাত আনুমানিক ৩টা ৫০ মিনিটে তারেক ইসলামকে গ্রেফতার করা হয়।

 

এই অভিযান পরিচালনা করেন স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোঃ নাসিম এর নেতৃত্বে গঠিত একটি টিম। অভিযানে আরও উপস্থিত ছিলেন এএসআই কাইয়ূম, এএসআই মাহবুব ও এএসআই জামাল।

 

পুলিশ জানায়, গ্রেফতারকৃত তারেক ইসলাম বৈষম্যবিরোধী আন্দোলন দমনে সক্রিয় ভূমিকা পালন করেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে বিএনপির অফিস ভাঙচুরসহ মোট তিনটি মামলায় সম্পৃক্ত থাকার তথ্য পাওয়া গেছে। এসব মামলার ভিত্তিতেই তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

 

এ বিষয়ে বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন উল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান,বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হামলা ও বিএনপির অফিস ভাঙচুরের ঘটনায় দায়ের করা তিনটি মামলায় তারেক ইসলামকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

 

পুলিশের দাবি, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে এবং প্রয়োজন হলে আরও গ্রেফতার হতে পারে।

 

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban