রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক :: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বরিশালে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৫ ডিসেম্বর রাত ৯টায় বরিশাল নগরীর ৩ নম্বর ওয়ার্ডে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। এতে আয়োজন করেন ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শাহিন সরদার।
দোয়া অনুষ্ঠানে ৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের পাশাপাশি বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করেন আয়োজক মোঃ শাহিন সরদার।