রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক ::বরিশাল নগর ভবনের সামনে অবস্থিত দুটি আবাসিক হোটেলে গোপন অভিযান চালিয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নারীসহ ৮ জনকে আটক করেছে পুলিশ। বরিশাল কোতোয়ালি মডেল থানার আওতাধীন স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির একটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করে।
বুধবার (১৭ ডিসেম্বর) নগরীর মহসিন মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত হোটেল ভোলা ও হোটেল মনপুরায় এ অভিযান চালানো হয়। অভিযানে মোট ৮ জনকে আটক করা হয়, যাদের মধ্যে ৪ জন নারী ও ৪ জন পুরুষ রয়েছেন।
অভিযানের নেতৃত্ব দেন স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই গোলাম মো. নাসিম। অভিযানে তার সঙ্গে উপস্থিত ছিলেন এএসআই কাইয়ুম, এএসআই বোরহান, এএসআই মাহবুবসহ ফাঁড়ির অন্যান্য সদস্যরা।
স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই গোলাম মো. নাসিম জানান,“দীর্ঘদিন ধরে এসব আবাসিক হোটেলে অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পাওয়া যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নারী ও পুরুষসহ ৮ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্ৰহন করা হয়েছে।”
সূত্র জানায়, গত কয়েকদিন ধরেই বরিশাল নগরীতে একের পর এক অভিযান চালানো হচ্ছে। ইতোমধ্যে নগরীর বিভিন্ন এলাকার একাধিক আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করা হয়েছে। আবাসিক হোটেলকে কেন্দ্র করে কিছু অসাধু চক্র অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে-এমন অভিযোগের প্রেক্ষিতেই এই ধারাবাহিক অভিযান জোরদার করা হয়েছে।
এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ আল মামুন উল ইসলাম বলেন,“নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আবাসিক হোটেলগুলোতে কোনো ধরনের অনৈতিক বা অসামাজিক কার্যকলাপ যাতে সংঘটিত না হয়, সে লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। নগরীর শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।