বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৫:২১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: ঝালকাঠিতে ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমান গাঁজাসহ এক মাদক কারবারী আটক হয়েছে। মোঃ রাকিব তালুকদার ওরফে সজল (২০) নামে ওই মাদককারবারী জেলা সদরের বীরকাঠি গ্রামের মোঃ ছোহরাব তালুকদারের ছেলে।
মঙ্গলবার ভোরে গোপন সংবাদে অভিযান চালিয়ে পৌর শহরের কৃষ্ণকাঠি এলাকা থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ। ঝালকাঠি জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুজ্জামান জানান, খুব ভোরে গোপন সংবাদে এসআই (নিঃ) সুবর্ন চন্দ্র দের নেতৃত্বে ডিবি পুলিশ এ অভিযান চালায়।
এসময় ওই যুবকের সাথে থাকা একটি ব্যাগ তল্লাশী করলে তারমধ্যে থাকা কসটেপ দিয়ে প্যাচানো অবস্থায় দেড়কেজি গাঁজা উদ্ধার হয়। এ মাদকের আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।
এ ঘটনায় আটক মোঃ রাকিব তালুকদার ওরফে সজলের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে জানিয়ে জেলা গোয়েন্দা শাখার ওসি মো: মনিরুজ্জামান বলেন, পুলিশ সুপার আফরুজুল হক টুটুল স্যারের দিকনির্দেশনায় মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যহত থাকবে।