বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৫:১৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: বাকেরগঞ্জের ফরিদপুর ইউনিয়নে বালু ভরাট দ্বন্দ্বে ইউনিয়ন শ্রমিকলীগ নেতাকে পিটিয়ে জখম রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষবাহিনী। গত ৪ আগস্ট ২০২৩ ইং তারিখ বিকাল ৫ টা ২০ মিনিটের সময় বাকেরগঞ্জের ফরিদপুর ইউনিয়নের ইছাপুরা মাধ্যমিক বিদ্যালয়ের পাশে এ হামলার ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত মোঃ রুবেল হাওলাদার ইউনিয়ন শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক বলে জানাগেছে। এ ঘটনায় বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের প্রক্রিয়া চলমান রয়েছে।
বাদীর বাকেরগঞ্জ থানায় দায়েরকৃত মামলা ২৩০/২৩ সূত্রে জানাগেছে, বাকেরগঞ্জের দুর্গাপাশা ইউনিয়নের পটকাঠী গ্রামের বাসিন্দা মোঃ খবির হাওলাদারের পুত্র মোঃ রুবেল হাওলাদার ৫-৬ মাস পূর্বে বালু ভরাটের ব্যবসা শুরু করেন। কিন্তু স্থানীয় মোঃ জহিরুল ইসলাম ও মোঃ হুমায়ূন পূর্বে থেকেই ড্রেজার ব্যবসা করে আসছিলেন। তাই তারা রুবেল হাওলাদারকে নানানভাবে ড্রেজার ব্যবসা থেকে উঠে যেতে চাপ সৃষ্টি করতে থাকেন। এরই মধ্যে ১ মাস পূর্বে দুর্গাপাশা ইউনিয়নের পাটকাঠি গ্রামে বালু ভরাটের কাজ পায় রুবেল হাওলাদার।
কিন্তু বিবাদী জহিরুল ইসলাম ও হুমায়ূন তাকে কাজটি করতে নিষেধ করে এবং তারা করবে বলে জানায়। কিন্তু তাদের কথা না শুনলে হুমায়ুন রুবেল হাওলাদারকে মারধরের চেষ্টা চালায় ও বিভিন্নভাবে হুমকি প্রদান করে।
এরই সূত্র ধরে গত ৪ আগস্ট আলাল নামে একজন বালু ফালানোর কথা বলে মোবাইলে ডেকে নেয়।
পরবর্তীতে আলালের সাথে কথা বলে ফেরার পথে ফরিদপুর ইউনিয়নের ইছাপুরা মাধ্যমিক বিদ্যালয়ের পাশে পোছালে সেখানে ওঁৎ পেতে থাকা মোঃ জহিরুল ইসলাম, হুমায়ুন, মোর্শেদ, মোঃ আলাল, শুভসহ অজ্ঞাতনামা ৪/৫ জন লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এ সময় রুবেল হাওলাদারকে পিটিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে। এ সময় তার সাথে থাকা ৮ হাজার টাকা নিয়ে যায় বিবাদীরা। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে তাকে বরিশাল শেরে বাংলা হাসপাতালে রেফার্ড করা হয়।
এ ঘটনায় ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জনের নামে মামলা দায়ের হয়েছে।