রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশাল বিএনপির মাসুম ও সাহিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার, প্রাথমিক সদস্য পদ পুনর্বহাল বরিশাল বিএনপির ফরিদ উদ্দিন ও সেলিনা বেগমে’র বহিষ্কারাদেশ প্রত্যাহার, সাবেক সদস্যপদ পূর্ণবহাল বরিশাল বিএনপির ফিরোজ সিদ্দিক রুপনসহ ১২ নেতার সদস্যপদ পুনর্বহাল  ঝালকাঠিতে ব্যবসায়ী ও সমাজসেবক মনুকে ফাঁসাতে ষড়যন্ত্র-অপপ্রচার বেতাগী ছাত্রলীগ নেতা সজীব বরিশালে গ্রেপ্তার রাজাপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার দায়িত্বহীনতায় রাষ্ট্রীয় শোকের দিনে উল্লাস  ঢাকার ছাত্রলীগ নেতা বরিশালে পুলিশের হাতে আটক অবৈধ ইটভাটায় কঠোর বার্তা পরিবেশ অধিদপ্তরের, চার ভাটায় মোটা অঙ্কের জরিমানা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সুন্দরবন পত্রিকার শোক বরিশালে দত্তক নেওয়া শিশুকে দীর্ঘদিন নির্যাতনের অভিযোগ, নারী গ্ৰেফতার
বিএমপি’র অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ ২ বিক্রেতা গ্রেপ্তার

বিএমপি’র অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ ২ বিক্রেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:: বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানার এসআই আরাফাত রহমান হাসানের নেতৃত্বে শনিবার রাতে শহরের ফলপট্টি এলাকার একটি আবাসিক হোটেল থেকে মো. বাবুল (৪২) এবং সজল ঘরামী (৩২) নামের এই দুই মাদক বিক্রেতাকে ইয়াবার বড় একটি চালানসমেত গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

এর আগে শুক্রবার আরও একটি সফল অভিযান চালিয়েছেন পুলিশ কর্মকর্তা আরাফাত হাসান। তিনি ওই দিন রাতে শহরের ১২ নম্বর ওয়ার্ড থেকে ফয়েজ নামের নব্য এক মাদকবিক্রেতাকে ৪০২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছিলেন। এর একদিন পরেই অর্থাৎ শনিবার রাতে ফলপট্টি রোডের বিসমিল্লাহ হোটেলের পঞ্চম তলার ৫০৭ নম্বর কক্ষে অভিযান চালিয়ে ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করাসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন।

এসআই আরাফাত হাসান জানান, বাবুল পটুয়াখালীর বাউফলের কালিশুরী এবং সজল ঘরামীর বাড়ি বাকেরগঞ্জের ভাসশালা গ্রামে হলে তারা দীর্ঘদিন ধরে বরিশাল নগরীতে মাদক সরবরাহ করে আসছিল।

অনুরুপ কায়দায় শনিবার রাতেও তারা বরিশালে মাদকের ওই চালানটি কাউকে দিতে আসছিল, সেলক্ষে দুজন ফলপট্টির বিসমিল্লাহ হোটেলের পঞ্চম তলার ৫০৭ নম্বর কক্ষে অবস্থান নেয়। এই তথ্য বিভিন্ন মাধ্যম নিশ্চিত হয়ে কোতয়ালি মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আরাফাত হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে হানা দিয়ে ইয়াবার চালানটিসহ দুজনকে গ্রেপ্তার করেন।

এই পুলিশ কর্মকর্তা জানান, বরিশালে সপ্তাহখানেক ধরে মাদকবিরোধী অভিযান চলছে, এতে অসংখ্য ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে, উদ্ধার হয়েছে বড় বড় মাদকের চালান। সেই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে শনিবার রাতে ফলপট্টি রোডের বিসমিল্লাহ হোটেল থেকে ১ হাজার পিস ইয়াবাসমেত ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা গ্রহণ পরবর্তী রোববার তাদের দুজনকে আদালতে প্রেরণ করা হয়। সংশ্লিষ্ট আদালতের বিচারক তাদের উভয়কে কারাগারে পাঠিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban