বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৫:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে অস্থিতিশীলতা ঠেকাতে মাঠে কঠোর অবস্থানে স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ  ঝালকাঠি‑১ নির্বাচনে সাধারণ ভোটারদের কাছে জনপ্রিয় স্বতন্ত্র প্রার্থী তসলিম খান বরিশালে আরিফ মেমোরিয়াল হাসপাতালে প্রসূতির মৃত্যু ঘিরে চাঞ্চল্য, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের হিজলা মাধ্যমিক শিক্ষা অফিসে অনিয়মের অভিযোগ, নেপথ্যে শিক্ষা কর্মকর্তা জলবায়ু কর্মী সোহানকে নিশানা করে অপ-প্রচার বরিশালের শ্রেষ্ঠ ওসি হলেন একে আজাদ বরিশালে তালাশ বিডি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন বাকেরগঞ্জে বিএনপির ৩১ দফা প্রচারে মিজান মোল্লার মোটর সাইকেল শোডাউন বরিশাল নগরীতে সিসা দূষণ প্রতিরোধে র‍্যালি-মানববন্ধন বরিশালে রাজপথের সাহসী ছাত্রদল নেতা ফেরদৌস 
মনের কষ্টে বাড়ি ছাড়া নিখোঁজ শিশুকে উদ্ধার করলো নলছিটি থানা পুলিশ

মনের কষ্টে বাড়ি ছাড়া নিখোঁজ শিশুকে উদ্ধার করলো নলছিটি থানা পুলিশ

নিজস্ব প্রতিবেদক:: মা থাকেন সুদূর বিদেশে। বাবা দ্বিতীয় বিয়ে করে চলে গেছেন রাজধানী ঢাকায়। ছোট থেকেই নানির কাছে কষ্টে বড় হয়েছে ১১ বছরের শিশু তাইয়েবা।

বাবা-মায়ের সান্নিধ্য না পেয়ে মনের কষ্টে বাড়ি থেকে চলে যায় বরিশালে। সেখানে গিয়ে একটি বাসাবাড়িতে কাজ শুরু করে ওই শিশু। তাকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে ঝলাকঠির নলছিটি থানা পুলিশ।

শনিবার (৩০ সেপ্টেম্বর) রাতে শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তাইয়েবা আক্তার নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রেমহার গ্রামের আক্তার হোসেন খানের মেয়ে।

পুলিশ জানায়, গত ২২ সেপ্টেম্বর দুপুরে তাইয়েবা কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে শিশুর নানি নলছিটি থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। বরিশালের আলেকান্দার কালুশাহ সড়কের একটি বাসা থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ।

নলছিটি থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হাসান বলেন, শিশুটি নিজেই আক্ষেপ নিয়ে বাড়ি থেকে বরিশালে চলে গিয়েছিল। পরে সেখানে একটি বাসায় গিয়ে কাজ শুরু করে। পরে আমরা তথ্যপ্রযুক্তির সহায়তায় বরিশাল থেকে শিশুটিকে উদ্ধার করেছি।

শিশুটির নানি নুরজাহান বেগম বলেন, আমার নাতনি তাইয়েবা ৯ দিন আগে বাড়ি থেকে নিখোঁজ হয়। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাইনি। পুলিশ আমার নাতিকে খুঁজে দিয়েছে।

নলছিটি থানার ওসি আতাউর রহমান বলেন, নিখোঁজ ডায়েরির চার দিনের মধ্যে শিশুটিকে উদ্ধার করে তার নানির কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban