বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৪:০৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: ঝালকাঠি জেলার চৌকস পুলিশ সুপার আফরুজুল হক টুটুলের দিক নির্দেশনায় একের পর এক মাদক বিরোধী সফল অভিযান করে যাচ্ছে ডিবি ওসি মনিরুজ্জামান। তারই ধারাবাহিকতায় ঝালকাঠি সদর পৌরসভাধীন এলাকা থেকে আবারো ১০০ গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে জেলা ডিবি পুলিশ।
আটককৃত ব্যক্তির নাম রুবেল সরদার। রবিবার (০১ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে ডিবি (ওসি) মনিরুজ্জামান এর নেতৃত্বে অভিযান পরিচালনার মাধ্যমে পৌরসভাধীন এলাকা থেকে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১০০ গ্রাম গাজা উদ্ধার করা হয়।
ডিবি ওসি জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরো জানান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল এর মাদক বিরোধী অভিযান সফল করতে ডিবি পুলিশের অভিযান অব্যাহত থাকবে।