বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৫:২১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে অস্থিতিশীলতা ঠেকাতে মাঠে কঠোর অবস্থানে স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ  ঝালকাঠি‑১ নির্বাচনে সাধারণ ভোটারদের কাছে জনপ্রিয় স্বতন্ত্র প্রার্থী তসলিম খান বরিশালে আরিফ মেমোরিয়াল হাসপাতালে প্রসূতির মৃত্যু ঘিরে চাঞ্চল্য, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের হিজলা মাধ্যমিক শিক্ষা অফিসে অনিয়মের অভিযোগ, নেপথ্যে শিক্ষা কর্মকর্তা জলবায়ু কর্মী সোহানকে নিশানা করে অপ-প্রচার বরিশালের শ্রেষ্ঠ ওসি হলেন একে আজাদ বরিশালে তালাশ বিডি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন বাকেরগঞ্জে বিএনপির ৩১ দফা প্রচারে মিজান মোল্লার মোটর সাইকেল শোডাউন বরিশাল নগরীতে সিসা দূষণ প্রতিরোধে র‍্যালি-মানববন্ধন বরিশালে রাজপথের সাহসী ছাত্রদল নেতা ফেরদৌস 
বাকেরগঞ্জে ফোরকানের স্বেচ্ছাচারিতায় আবারো অতিষ্ঠ এলাকাবাসী

বাকেরগঞ্জে ফোরকানের স্বেচ্ছাচারিতায় আবারো অতিষ্ঠ এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক:: বরিশালের বাকেরগঞ্জে উন্মুক্ত এজমালি রাস্তার মাঝামাঝি বেড়া দিয়ে প্রতিবন্ধকতা ও সরকারী পাশকৃত প্রকল্প নিজ ইচ্ছানুযায়ী ব্যবহারের পাঁয়তারার অভিযোগ উঠেছে ‘ভূমিদস্যু’ সাবেক ইউপি সদস্যে ফোরকান মৃধার বিরুদ্ধে।

উপজেলার ১৪নং নিয়ামতি ইউনিয়নের ১নং ওয়ার্ডের পূর্ব কৃষ্ণনগর গ্রামে এঘটনা ঘটেছে। অভিযুক্ত ১৪নং নিয়ামতি ইউনিয়নের ১নং ওয়ার্ডের পূর্ব কৃষ্ণনগর গ্রামের মৃত দলিল উদ্দিন মৃধার ছেলে মোঃ ফোরকান মৃধা। তিনি ওয়ার্ডে ইতিপুর্বে ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এ ঘটনায় ভুক্তভুগী নিয়ামতি ইউনিয়নের পূর্ব কৃষ্ণনগর গ্রামের মৃত মোঃ শাহজাহান মৃধার মেয়ে মোসাঃ জোসনা আক্তার উপজেলা পরিষদ চেয়ারম্যানের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। একইসাথে ঐ অভিযোগের অনুলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ ও ১৪নং নিয়ামতি ইউনিয়নের চেয়ারম্যানের কাছে প্রেরণ করা হয়েছে।

অভিযোগে জোসনা জানান, আমাদের চাচা ফোরকান মৃধার পরিবারের চলাচলের জন্য ’হামেজ উদ্দিন মৃধা জামে মসজিদ’ নামক একটি রাস্তা সম্প্রতি বাকেরগঞ্জ উপজেলা পরিষদ কর্তৃক ইট সলিংয়ের জন্য পাশ হয়। কিন্ত আমার চাচা ফোরকান রাস্তার গতিপথ পরিবর্তন করে তার নিজস্ব জমির ওপর দিয়ে নির্মাণের পায়তারা চালিয়ে যাচ্ছেন। অথচ এর আগে গত ১১/০৬/২২ তারিখে ’হামেজ উদ্দিন মৃধা বাড়ি জামে মসজিদ রাস্তাটি’ উভয় পক্ষের সম্মতিক্রমে স্থানীয় শালিসির মাধ্যমে আপোষ বন্টননামা হয়। এতে উভয় পক্ষের ৯.০৬ শতাংশ জমি এজমালী (সকলের জন্য উন্মুক্ত) রাখা হয়।

অনুষ্ঠিত সে আপোষ বন্টনে বিষয়টি সালিশের দায়িত্বে ছিলেন বাকেরগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডে বাসিন্দা মৃতঃ বিশ্বাস লুৎফর রহমানের ছেলে বিশ্বাস সাইফুর রহমান তরুন, উপজেলার মহেশপুর গ্রামের বাসিন্দা নিজাম উদ্দিন হাওলাদারের ছেলে মোঃ মতিউর রহমান বাদশা, কাফিলা গ্রামের মৃত হেমায়েত হোসেনের ছেলে মোঃ দেলোয়ার হোসেন। তারা উভয় পক্ষের সম্মতিতে এ কার্যক্রম সম্পন্ন করেন। তথাপি আমার চাচা ফোরকান রাস্তা নির্মাণের প্রকল্প পাশ হলে এখন নিজের আধিপত্য বিস্তারে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। ফলে মসজিদের মুসল্লিসহ এলাকার শত শত পরিবারের চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে।

জোসনা অভিযোগে আরও জানান, সালিশকৃত সেই এজমালী (উন্মুক্ত) রাস্তা ব্যবহারে সম্মত নন চাচা ফোরকান। তিনি গত ২৮ অথবা ২৯ সেপ্টেম্বর রাতে বে-আইনীভাবে রাস্তার মাঝ বরাবর বেড়া দিয়ে রেখেছেন। যা আপোষ ও বন্টন নামার শর্ত ভঙ্গ করা অপরাধের শামিল। একইসাথে তিনি তার নিজস্ব ঐ জমিতে সরকারী পাশকৃত প্রকল্প ব্যবহারের পাঁয়তারা চালাচ্ছেন।

এতে তার রাস্তার অর্ধেক জমিতে সরকারী অর্থে ইট সলিং করালে আমাদের জমি ওপর রাস্তাটির যেমন ক্ষতি হবে তেমনি সকলের জন্য উন্মুক্ত রাস্তা চাচা ফোরকানের জমিতে সলিং করালে তার নিজস্ব কব্জায় চলে যাবে। এতে সকলের চলাচলেই প্রতিবন্ধকতা ও চরম ভোগান্তির সৃষ্টি হবে। এতে জনগণের সুবিধার্থে সরকারের পক্ষ থেকে দেয়া সেবা ম্লান হয়ে পড়বে।

বিষয়টির প্রতিকার চেয়ে জ্যোৎস্না আকতার উপজেলা পরিষদের চেয়ারম্যানের সুদৃষ্টি কামনা করেন।

আরো জানা গেছে, ফোরকান এরআগে ইউপি সদস্য থাকাকালিন ১নং ওয়ার্ডে নিজের আধিপত্য বিস্তার করেছেন। এরই ধারাবাহিকতায় নিজের পেশিশক্তি বলে ওয়ার্ডের নানা স্বেচ্ছাচারিতা চালিয়ে যাচ্ছেন। ভূমিদস্যুতাসহ নানা অপরাধে অভিযুক্ত তিনি। তার নানা অপকর্মের অভিযোগে ইতিপুর্বে বরিশালের একাধিক স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। তথাপি ফোরকানের লাগাম টানতে ব্যর্থ হয় প্রশাসন।

অদৃশ্য শক্তি বলে বারংবার পার পেয়ে ফের বীরদর্পে নানান অপরাধ্মূলক কর্মকান্ড বাস্তবায়ন করছেন তিনি। তার স্বেচ্ছাচারিতার শিকার হয়ে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত ফোরকান মৃধার মুঠোফোনে ফোন দিলে তিনি সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার ও দেখে নেয়ার হুমকি দেন।

এ বিষয়ে বাকেরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সামসুল আলম চুন্নু জানান, আমি ইতোমধ্যে আপনাদের মাধ্যমে অবগত হয়েছি, তিনি যদি নিয়ম বহির্ভূত কোন কিছু করে থাকেন তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, এ বিষয়ে সত্যতা পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাকেরগঞ্জ থানার (ওসি) তদন্ত জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি উভয় পক্ষকে ডেকেছি বিষয়টি সমাধানের চেষ্টা করা করব।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban