বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৫:১৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: ঝালকাঠি জেলার নলছিটি থানা অফিসার ইনচার্জ আতাউর রহমান কে নলছিটি থানায় কর্মরত পুলিশ সদস্যদের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা ও সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ মুরাদ আলী কে শুভেচ্ছা সংবর্ধনা প্রদান করা হয়।
বৃহস্পতিবার (২ নভেম্বর) সন্ধ্যায় অফিসার ইনচার্জ কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে বিদায় সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মহিতুল ইসলাম, সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ মুরাদ আলী, ওসি (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি ও নলছিটি থানায় কর্মরত অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।
এসময় বিদায়ী অফিসার ইনচার্জ আতাউর রহমান বলেন, দীর্ঘ ২৯ মাস নলছিটিতে অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছি। এসময় সকলের সহযোগীতা পেয়েছি।