বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৫:১৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: বরিশাল থেকে প্রকাশিত “দৈনিক আজকের সুন্দরবন” ও বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন “মাইটিভিতে” সংবাদ প্রচারের পর ঝালকাঠির নলছিটির দপদপিয়া ফেরিঘাট সংলগ্ন এমএইচবি ব্রিকফিল্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইটভাটা বন্ধ ও ম্যানেজার শ্যামলকে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
ব্রিকফিল্ডের লাইসেন্স সংক্রান্ত কাগজপত্র পাওয়া না যাওয়ায় ব্রিকফিল্ডটি বন্ধ এবং পরিবেশ আইন অমান্য করে কাঠ পুড়িয়ে ইট তৈরীর জন্য সকল ইট ও কাঠ জব্দ করা হয়েছে। পরবর্তীতে ইট ও কাঠ পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর পেয়ে ব্রিকফিল্ডের মালিক এবং অন্যান্য কর্মীরা পালিয়ে যায়। পরে ম্যানেজার শ্যামলকে ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব ঝন্টু বিকাশ চাকমা।