রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি::ঝালকাঠির নলছিটিতে ষ্টেশন সড়কের চল্লিশ বছরের পুরাতন ব্যবসায়ী বৃদ্ধ জলিল ফকিরের মেসার্স জলিল ষ্টোরে হামলা,ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামলাকারী দুষ্কৃতকারীরা ৮০ বছরের বৃদ্ধ আব্দুল জলিল ফকির ও তার পুত্র মোঃ সুৃমন ফকিরকে হত্যার হুমকি দেয়ার অভিযোগ। গত ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দিন বিকেলে এ ঘটনা ঘটেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, নলছিটি পৌরসভার পূর্ব মালিপুর গ্রামের আব্দুল জলিল ফকির ষ্টেশন সড়কের ১নং খাস খতিয়ান ভুক্ত সরকারি চান্দিনা ভিটিতে বিগত ২৬ বছর যাবৎ যার নম্বর ৩৫৭৭ এ তিনটি ষ্টলে মুদী মনোহরী ব্যবসা পরিচালনা করে আসছেন।বৃদ্ধ জলিল ফকির ও তার পুত্র মোঃ সুমন ফকির কোন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। তদুপরি ছাত্র আন্দোলনের সুযোগকে কাজে লাগিয়ে তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান নিয়ে আদালতে মামলার বিবাদীরা ওই দিন বিকেলে আকস্মিক হামলা চালিয়ে তিনটি দোকান ভাংচুর করে এবং দোকান লুটপাট করে মালামাল ও নগদটাকাসহ মোট ৯/১০ লক্ষ টাকা নিয়ে যায়। চিহ্নিত হামলাকারী ও দুর্বৃত্তরা লুটপাটের সময় ওই প্রতিষ্ঠানের সিসি ক্যামেরা ভাংচুর করে। এসময় বৃদ্ধ জলিল ফকির ও তার পুত্র মোঃ সুমন ফকিরকে মারধর ও লাঞ্ছিত করে এবং খুন-গুমের হুমকি দিয়ে দোকান খুলতে নিষেধ করে। এ বিষয়টি আব্দুল জলিল ফকির নলছিটি উপজেলা সেনাবাহিনীর ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করলে নলছিটি থানায় দিতে বলেন। নলছিটি থানায় অভিযোগ দায়ের করলেও পুলিশ কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করেনি বলে বৃদ্ধ ব্যবসায়ী জলিল ফকির জানিয়েছেন।
নলছিটি থানার (ওসি) অফিসার ইনচার্জ, মোঃ মুরাদ আলী জানান অভিযোগ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।